• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শিলিগুড়ি-নেপাল সীমান্তে আটক ৬ মায়ানমারের নাগরিক

নেপাল সীমান্ত থেকে ছ’জন মায়ানমারের নাগরিককে আটক করল সীমান্ত সুরক্ষা বল (এসএসবি)। শনিবার রাতে তাঁদের পানিট্যাঙ্কি মোড় থেকে আটক করা হয়।

পহেলগামে জঙ্গি হামলার পর দেশের সীমান্তগুলিতে কড়া নজরদারি শুরু হয়েছে। লাগাতার ধরপাকড়ও চলছে। আর এবার নেপাল সীমান্ত থেকে ছ’জন মায়ানমারের নাগরিককে আটক করল সশস্ত্র সীমা বল (এসএসবি)। শনিবার রাতে তাঁদের পানিট্যাঙ্কি মোড় থেকে আটক করা হয়। কী কারণে তাঁরা ভারতে ঢুকেছিলেন, জেরা করে তা জানার চেষ্টা চলছে। তাঁদের জেরা করে চক্রের বাকিদের এবং আরও অনুপ্রবেশকারীদের হদিশ মিলবে বলে মনে করা হচ্ছে।

ধৃত মায়ানমারের নাগরিকরা ২০২২-২০২৩ সাল নাগাদ পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারতের মিজোরামে প্রবেশ করেন। পরে সেখান থেকে তাঁরা দিল্লি পৌঁছন। এরপর জাল আধার ও ভোটার আইডি কার্ড তৈরি করেন। ধৃতদের মধ্যে একজনের প্যান কার্ডও রয়েছে। ওই ৬ জন নাগাল্যান্ডের ওখার ভানখাউসিং-এর ‘উইটার থিওলজিক্যাল কলেজ’-এ ধর্মতত্ত্বের ডিগ্রি কোর্সের জন্য ভর্তি হয়েছিলেন।

Advertisement

কলেজের সহপাঠীরা মিলে ছুটিতে শিলিগুড়িতে এসেছিলেন। তাঁরা নেপাল পার হয়ে বিরতা মোড়ের হ্যাপি ল্যান্ড অ্যাডভেঞ্চার পার্কে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় তাঁদের গতিবিধি দেখে জওয়ানদের সন্দেহ হয়। এরপর তাঁদের জেরা করতেই সমস্ত বিষয়টি পরিষ্কার হয়ে যায়। তাঁদের কাছ থেকে জাল নথিও উদ্ধার হয়। জাল আধার-ভোটার ও প্যান কার্ড তৈরিতে কারা তাঁদের সাহায্য করেছিলেন, তাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

Advertisement

Advertisement