নয়া বোর্ড মিটিং হলের উদ্বোধনের মধ্যে দিয়ে শিলিগুড়ি পুরসভার প্ল্যাটিনাম ভবনের উদ্বোধন হল। মঙ্গলবার এই বোর্ড মিটিং হলের উদ্বোধন করেছেন মেয়র গৌতম দেব। উদ্বোধনের আগেই এই পুর ভবন চালু হয়ে গিয়েছিল। নয়া বোর্ড মিটিং হলে ৭২ জন কাউন্সিলরের বসার আসন রয়েছে। সেই আসনের সঙ্গে রয়েছে মাইক ও ভোটিং যন্ত্রেরও ব্যবস্থা রয়েছে।
এছাড়া বোর্ডিং হলের বাইরে কাউন্সিলরদের বসার জায়গা, চেয়ারম্যানের অ্যান্টি চেম্বার, ভিডিও কনফারেন্স হল ও প্রেস কর্নার সহ সমস্ত ব্যবস্থা করা হয়েছে। বাম আমলে এই পুরসভা ভবন নতুনভাবে তৈরির জন্য রাজ্য সরকার ২ কোটি টাকা বরাদ্দ করে। কিন্তু পুরসভা নির্মাণের কাজ শুরু হয় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে। তৃণমূল সরকারের পক্ষ থেকে প্রায় ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়। তারপরেই এই পাঁচতলা পুরসভা ভবন তৈরি করা হয়েছে।
Advertisement
এই পুরসভা ভবন উদ্বোধন করার জন্য উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব। উদ্বোধনী ভাষণে মেয়র বলেন, ‘শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের অবদান কেউই অস্বীকার করতে পারবেন না। বোর্ড মিটিং আসলে বিরোধীদের জন্য। তাঁদের পরামর্শ মেনে বহু কাজ আমি বাস্তবায়িত করেছি।’
Advertisement
Advertisement



