• facebook
  • twitter
Friday, 5 December, 2025

একাধিক রেকর্ডের অধিকারী বিরাট

এতদিন বাবর আজমের সঙ্গে যুগ্মভাবে এক নম্বরে ছিলেন তিনি। দু’জনেই ৬১টি করে অর্ধশতরান করেছিলেন। কোহলি এখন শীর্ষস্থানে পৌঁছে গেলেন।

ভারতের বিরাট কোহলি এবারে পাকিস্তানের বাবর আজমের রেকর্ড ভেঙে দিয়ে সবার নজর কেড়ে নিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনও কিং কোহলি দাপটের সঙ্গে খেলে চলেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমে ব্যাট করে সবচেয়ে বেশি অর্ধশতরান করার রেকর্ড গড়লেন কোহলি। টপকে গেলেন বাবরকে। বৃহস্পতিবার বিরাট কোহলি অর্ধশতরান করে দলের জয়কে নিশ্চিত করে দেন। তিনি ৪২ বলে ৭০ রানের একটা দারুণ ইনিংস খেলেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২০৫ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোহলির স্ট্রাইক রেট ছিল ১৬৬.৬৭। চলতি আইপিএল ক্রিকেটে ঘরের মাঠে কোহলি প্রথম অর্ধশতরান করলেন। অপরদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমে ব্যাট করে তাঁর এটি ৬২তম অর্ধশতরান।

এতদিন বাবর আজমের সঙ্গে যুগ্মভাবে এক নম্বরে ছিলেন তিনি। দু’জনেই ৬১টি করে অর্ধশতরান করেছিলেন। কোহলি এখন শীর্ষস্থানে পৌঁছে গেলেন। একই সঙ্গে চিন্নাস্বামী স্টেডিয়ামে টি-টোয়েন্টি কেরিয়ারে ৩,৫০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। ১০৫ ইনিংসে তিনি এই নজির গড়লেন। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নির্দিষ্ট কোনও মাঠে টি-টোয়েন্টিতে সাড়ে তিন হাজার রানের মালিক হলেন কোহলি। পাশাপাশি টি-টোয়েন্টিতে পঞ্চাশের বেশি রান করা ইনিংসের নিরিখে তিনি টপকে গেলেন ক্রিস গেইল (১১০)-কে। ১০২টি অর্ধ শতরান এবং ন’টি শতরান করেন। কোহলির উপরে রয়েছেন শুধু অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (১১৭)। চলতি আইপিএলে ইতিমধ্যেই ৩৯২ রান করে ফেলেছেন কোহলি। কমলা টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

Advertisement

Advertisement

Advertisement