জলপাইগুড়িতে জোড়া বাইসনের হামলায় এক বৃদ্ধার মৃত্যু হল। মৃতের নাম দেওমনি বরাইক। জলপাইগুড়ির রায়পুর চা বাগান এলাকার ঘটনা। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। তাঁরা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলা চালানোর পর ওই এলাকার চা বাগানের মধ্যে বাইসন দুটি ঢুকে পড়ে। খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় পুলিশ ও বন দপ্তর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বাড়ির সামনে কাজ করছিলেন দেওমনি। সেই সময় দুটি বাইসন ওই বৃদ্ধার সামনে চলে আসে। তিনি পালানোর কোনও সুযোগ পাননি। বাইসন দুটি শিং দিয়ে ওই বৃদ্ধাকে আঘাত করে। তাঁকে আছড়ে ফেলার চেষ্টা করে। এরপর বৃদ্ধাকে ছেড়ে বাইসন দুটি বাগানের ভিতর ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। শাহজাহান নায়েক এক ব্যক্তিকেও আক্রমণ করে বাইসন দুটি। বাইসনের হামলায় জখম হয়েছেন রঙধামালি এলাকার বাসিন্দা আরও এক ব্যক্তি।
Advertisement
Advertisement
Advertisement



