বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোতদারের বাড়িতে গভীর রাতে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাঁর বাড়িতে এলোপাথাড়ি পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। এর জেরে আতঙ্কিত হয়ে পড়েন মনোরঞ্জন ও তাঁর পরিবারের সদস্যরা। এই বিজেপি নেতার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রাজপুর–সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকায় বাড়ি মনোরঞ্জনের। বৃহস্পতিবার রাতে সেখানেই স্ত্রী ও ছেলের সঙ্গে ছিলেন তিনি। তাঁর অভিযোগ, রাত ১টা নাগাদ আচমকা বাড়ির সামনে বিকট আওয়াজ হয়। এরপরই বাড়ি লক্ষ করে এলোপাথাড়ি পাথর ও কাচের বোতল ছুঁড়তে শুরু করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। পাথরের আঘাতে তাঁর বাড়ির একাধিক জানালার কাচ ভেঙে যায়। তবে এই ঘটনায় কারও জখম হওয়ার খবর পাওয়া যায়নি।
Advertisement
রাতেই পুলিশকে খবর দেন মনোরঞ্জনবাবু। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তদন্তে নেমে বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
Advertisement
মনোরঞ্জন জোতদার জানিয়েছেন, গভীর রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে ধারাবাহিকভাবে পাথর ছোঁড়া হয়েছে। মোট ১০টি পাথর ছুঁড়েছে দুষ্কৃতীরা। এই ঘটনা নিছক দুষ্কৃতী হামলা নাকি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তা পুলিশই তদন্ত করে জানাতে পারবে। তিনি আরও জানান, এখনও পর্যন্ত তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি।
Advertisement



