রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ট্রেডমার্কের অপব্যবহার করেছে উবের। তাই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হল বিরাট কোহলির দল। বৃহস্পতিবারই মামলার প্রথম দফার শুনানি হয়েছে। আপাতত রায় রিজার্ভ রেখেছে উচ্চ আদালত।
কয়েকদিন আগে ‘ব্যাডিজ ইন বেঙ্গালুরু’ নামে একটি বিজ্ঞাপন বের করেছে উবের মোটো। সানরাইজার্স হায়দরাবাদ তারকা ডেভিড ওয়ার্নারকে ৫৯ সেকেন্ডের ওই বিজ্ঞাপনে দেখা গিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নাম লেখা সাইনবোর্ডে তিনি স্প্রে পেন্ট করে লেখেন ‘রয়্যালি চ্যালেঞ্জড বেঙ্গালুরু’, অর্থাৎ আরসিবির নাম বিকৃত করা হয়েছে ওই বিজ্ঞাপনে। আদালতের কাছে সেই বিষয়টি নিয়ে আরসিবির অভিযোগ, উবের হল হায়দরাবাদের অন্যতম স্পনসর।
Advertisement
আরসিবির আরও অভিযোগ যে সানরাইজার্স ইচ্ছাকৃতভাবে আরসিবির নাম বিকৃত করেছে। বেঙ্গালুরুর আইনজীবী যখন জিজ্ঞাসা করেন যে, বিজ্ঞাপন বানানোর এত পথ থাকতেও কেন একটি দলের নাম নিয়ে টানাহ্যাঁচড়া করা হবে? পালটা সওয়াল করতে গিয়ে উবেরের আইনজীবী দাবি করেন, আমজনতার হাস্যবোধকে উড়িয়ে দিচ্ছে আরসিবি। এই বিজ্ঞাপনের বার্তা এটুকুই যে, বেঙ্গালুরুর প্রবল ট্র্যাফিক জ্যামকে হারাতে সকলে যেন তাদের উবের মোটো ব্যবহার করেন।
Advertisement
Advertisement



