• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গুজরাট উপকূলে ১৮০০ কোটি টাকার মাদক উদ্ধার

জানুয়ারিতেও গুজরাট থেকে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার হয়েছিল। গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখার অভিযানে ১০৭ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হয়েছিল।

মাদক চোরাচালান রুখে দিল গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা এবং উপকূলরক্ষী বাহিনী। আরব সাগরে গুজরাট উপকূলের কাছ থেকে উদ্ধার হল প্রায় ৩০০ কেজি মাদক, যার দাম আনুমানিক ১৮০০ কোটি টাকা। গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখার তরফে উপকূলরক্ষী বাহিনীকে মাদক চোরাচালানের খবর জানানো হয়। এরপর অভিযানে নামে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা এবং উপকূলরক্ষী বাহিনী।

শনিবার গভীর রাতে আরব সাগরে আন্তর্জাতিক জলসীমার কাছে অভিযান নামে তারা। সন্দেহভাজন একটি বিদেশি মাছ ধরার নৌকা, নিরাপত্তা বাহিনীর জাহাজ দেখে মাদকভর্তি প্যাকেট সমুদ্রে ফেলে আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে পালিয়ে যায়। পরে ওই মাদক উদ্ধার করে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখার হাতে তুলে দেয় উপকূলরক্ষী বাহিনী। যদিও পাচারকারীদের ধরা সম্ভব হয়নি।

Advertisement

গুজরাট উপকূল দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে কচ্ছ অঞ্চলের বিচ্ছিন্ন খাঁড়ি ও ছোট ছোট বন্দরগুলোয় নজরদারির অভাব চোরাচালানকারীদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করেছে। চলতি বছরের জানুয়ারিতেও গুজরাট থেকে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার হয়েছিল। ওই সময়ে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখার অভিযানে ১০৭ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হয়েছিল।

Advertisement

Advertisement