বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। গুরুতর আহত আর এক আরোহী। সোমবার ইদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। দুর্ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়া ব্লকের সিমলাগড় এলাকায়।
মৃতের নাম শেখ আরিফ (১৮)। আহত যুবকের নাম শেখ সাইদ। তাঁরা দুইজনে এ দিন সকালে ইদের নামাজ পড়তে গিয়েছেন। সেখান থেকে বাইকে চড়ে বৈঁচির দিক থেকে পাণ্ডুয়ার দিকে ফিরছিলেন তাঁরা। সিমলাগড় ১৯ নম্বর রেলগেট পার হওয়ার সময় একটি বেপরোয়া বাস এসে বাইকটিকে ধাক্কা মারে। বাসের ধাক্কায় দুইজনেই ছিটকে গিয়ে রাস্তায় পড়েন। তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরিফকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শেখ সাইদকে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
Advertisement
এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডুয়া থানার পুলিশ। ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে। পাশাপাশি বাসটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
Advertisement
Advertisement



