• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

সলিল চৌধুরী জন্মশতবর্ষে চিত্র প্রদর্শনী

কিংবদন্তী সঙ্গীতস্রষ্টা ও কবি সলিল চৌধুরীর জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধায় স্মরণ করে আয়োজিত হচ্ছে এই চিত্রপ্রদর্শনী ও আলোচনাসভা কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে ২ থেকে ৫ এপ্রিল, ২০২৫।

ফাইল চিত্র

‘আনন্দপুর সলিল চৌধুরী জন্মশতবর্ষ কমিটি’ (ASCBCS) আয়োজন করেছে এক বিশেষ চিত্রপ্রদর্শনী ও আলোচনা যার শীর্ষনাম: “জীবন উজ্জীবন”। কিংবদন্তী সঙ্গীতস্রষ্টা ও কবি সলিল চৌধুরীর জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধায় স্মরণ করে আয়োজিত হচ্ছে এই চিত্রপ্রদর্শনী ও আলোচনাসভা কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে ২ থেকে ৫ এপ্রিল, ২০২৫। চার দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. পবিত্র সরকার ২ এপ্রিল ২০২৫ দুপুর ১২টায়।

এই প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হলো সলিল চৌধুরীর হাতে লেখা গান ও পাণ্ডূলিপি এবং তাঁর ও অন্যান্য কিংবদন্তি শিল্পীদের বিরল আলোকচিত্র; সলিল চৌধুরীর পাওয়া বিভিন্ন সম্মাননা ও পুরস্কার; ওঁনার ব্যবহার করা নানান বাদ্যযন্ত্র, যা ব্যবহৃত হয়েছে তাঁর সুরসৃষ্টিতে; বিভিন্ন চলচ্চিত্রের রেকর্ড, রেকর্ড কভার, বুকলেট এবং পোস্টার; সলিল চৌধুরীর ব্যবহার-করা ব্যক্তিগত জিনিসপত্র এবং তাঁর স্বহস্তে আঁকা ছবি।

Advertisement

অন্তরা চৌধুরী বলেন, “সলিল চৌধুরীর জন্মশতবর্ষের এই মহালগ্নে তাঁর জীবন, কীর্তি এবং কালজয়ী সৃষ্টিসমূহের এক অনন্য উদ্‌যাপনে আপনারা সবাই সামিল হোন, এই আমাদের আবেদন। শুধু তাই নয়… আমরা চাই, আগামী প্রজন্মের সামনেও অনুপ্রেরণা হয়ে উঠুক যুগান্তকারী এই মানুষটির সৃষ্টিকে ঘিরে আমাদের চার দিনের এই আনন্দ-আয়োজন।”

Advertisement

Advertisement