• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাংলাদেশি নাবিকদের ইদের উপহার

সাগর থানার পুলিশ ও সাগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে ওই ১২ জন নাবিকের হাতে নতুন পোশাক সহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

নিজস্ব চিত্র

দুর্ঘটনার কবলে পড়ে রাজ্যে আটকে থাকা ১২ জন বাংলাদেশি নাবিককে ইদের উপহার দেওয়ার ব্যবস্থা করে দক্ষিণ ২৪ পরগনা প্রশাসন। এক মাস আগে বাংলাদেশি একটি জাহাজ রাজ্যে দুর্ঘটনার কবলে পড়েছিল। তারপর থেকে আর দেশে ফিরতে পারেননি জাহাজের নাবিকরা।

শুক্রবার সাগর থানার পুলিশ ও সাগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে ওই ১২ জন নাবিকের হাতে নতুন পোশাক সহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। এ বার ইদে তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। সেই কারণেই এই উদ্যোগ নিয়েছে প্রশাসন।

Advertisement

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের এমভিসি ওয়ার্ল্ড নামের একটি জাহাজ ঘোড়ামারা দ্বীপের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। সেই জাহাজে ১২ জন নাবিক ছিলেন। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাগরের কৃষ্ণনগর এলাকায়। ঘটনার পর থেকে তাঁরা রাজ্যেই আটকে রয়েছেন। এখনও পর্যন্ত ফিরতে পারেননি নিজেদের দেশে।

Advertisement

Advertisement