• facebook
  • twitter
Friday, 5 December, 2025

২% মহার্ঘ ভাতা বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের

গত কয়েক বছরে সবচেয়ে কম বৃদ্ধি

ফাইল চিত্র

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ২ শতাংশ বৃদ্ধিতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে মহার্ঘ ভাতা ৫৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫৫ শতাংশ করা হল। শেষবার ২০২৪ সালের জুলাই মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। তখন ৫০ শতাংশ থেকে মহার্ঘ ভাতা বাড়িয়ে ৫৩ শতাংশ করা হয়েছিল। গত কয়েক বছরের তুলনায় এটাই সবচেয়ে কম মহার্ঘ ভাতা বৃদ্ধি। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৫-এর ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ২ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ছে। পেনশনভোগীদেরও ২০২৫-এর ১ জানুয়ারি থেকে ২ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে পেনশনভোগীরা। কোভিডের সময়ে মহার্ঘ বাতা দেওয়া স্থগিত করে দেয় কেন্দ্র। ২০২১ সালে আবার দেওয়া শুরু হয়। তখন থেকে তিন বা চার শতাংশ হারে এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। ২ শতাংশ বাড়ার ফলে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মাসিক আয়ে বড় ধরনের পরিবর্তন আসবে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে কেন্দ্রের কোষাগার থেকে বার্ষিক ৩ হাজার ৬২২ কোটি টাকা ব্যয় হবে। পেনশনভোগীদের বর্ধিত হারে ডিআর দিতে কেন্দ্রীয় কোষাগার থেকে প্রতি বছর ২ হাজার ৯৯২ কোটি টাকা ব্যয় হবে। অর্থাত, বছরে মোট ৬ হাজার ৬১৪ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

Advertisement

হিসেব মতো, বর্তমানে যাঁরা বেসিক ১৮ হাজার টাকা বেতন পাচ্ছেন, তাঁদের ৩৬০ টাকা বৃদ্ধি পাবে। একইভাবে, যাঁদের মূল বেতন ২০ হাজার, তাঁরা প্রতি মাসে ৪০০ টাকা বেশি বেতন পাবেন। এভাবে, যদি মূল বেতন ২৫ হাজার টাকা হয়, তাহলে বেতন বৃদ্ধি হবে প্রতি মাসে ৫০০ টাকা এবং বার্ষিক ৬ হাজার টাকা। একই ভাবে, যদি কারও মূল বেতন ৩০ হাজার টাকা হয়, তাহলে প্রতি মাসে ৬০০ টাকা এবং বার্ষিক ৭,২০০ টাকা বেশি পাবেন। যাঁরা ৫০ হাজার টাকা মূল বেতন পাচ্ছেন, তাঁরা প্রতি মাসে ১ হাজার টাকা এবং বছরে ১২ হাজার টাকা বেশি পাবেন।

Advertisement

একই ভাবে, পেনশনভোগীরা সর্বনিম্ন ১৮০ টাকা বেশি পাবেন। কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের জন্য সবচেয়ে কম পেনশন হল ৯ হাজার টাকা। বর্তমান কর্মচারীদের সর্বোচ্চ বেতন আড়াই লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে, যার সর্বোচ্চ পেনশন ১ লক্ষ ২৫ হাজার টাকা। কেন্দ্র যদি মহার্ঘ ভাতা ২ শতাংশ বাড়ায়, তাহলে কর্মচারীরা ৫০০০ টাকা বৃদ্ধির আশা করতে পারেন।

হিসেব মতো, রাজ্য সরকারি কর্মচারীদের অর্ধেক মহার্ঘ ভাতা বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এবারের বাজেটে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। এটি কার্যকর হবে ১ এপ্রিল থেকে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্ধিত মহার্ঘ ভাতা ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

Advertisement