• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

বালুরঘাটজুড়ে মমতা-অভিষেকের নামে পোস্টার

এবার দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে মমতা এবং অভিষেকের নামে পোস্টার পড়ল। দু'জনের ছবিও আছে পোস্টারে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ঘিরে দিন কয়েক আগেই শোরগোল পড়ে গিয়েছিল কলকাতায়। সেই ঘটনার পর আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পড়ে শহরে। এবার দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে মমতা এবং অভিষেকের নামে পোস্টার পড়ল। দু’জনের ছবিও আছে পোস্টারে। বুধবার মাঝরাতে বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই পোস্টার চোখে পড়ে।

পোস্টারে লেখা রয়েছে, ‘দক্ষিণ দিনাজপুর জেলায় অভিষেকদার নেতৃত্বেই আমরা সর্বাধিনায়িকা দিদির লবি করি। কোনও নেতার তাঁবেদারি নয়। সৌজন্যে অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাব (বালুরঘাট)।’ কিন্তু এই পোস্টার কারা লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয় তৃণমূলের কাছেই। বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এমন পোস্টার পড়েছে। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসকদল।

Advertisement

তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকী বলেন, ‘দলীয় কোন্দলের কোনও বিষয় নেই এখানে। তবে যারা এমন ধরনের পোস্টার লাগিয়েছেন, তাঁরা ঠিক করেননি। কারণ এমন পোস্টারে তৃণমূল কর্মীরাই বিভ্রান্ত হবেন।’ এদিকে, লিখিত অভিযোগ পেলে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

Advertisement

Advertisement