• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হাওড়ার বেলগাছিয়াতে ধসের জেরে জল সঙ্কট

ফের ধস নামল বেলগাছিয়ার ভাগাড়ে, যার ফলে ফেটে গিয়েছে পাইপলাইন। আর তার জেরে দেড় দিন ধরে পানীয় জলহীন হাওড়ার বিস্তীর্ণ এলাকা।

প্রতীকী চিত্র

ফের ধস নামল বেলগাছিয়ার ভাগাড়ে, যার ফলে ফেটে গিয়েছে পাইপলাইন। আর তার জেরে দেড় দিন ধরে পানীয় জলহীন হাওড়ার বিস্তীর্ণ এলাকা। জল সঙ্কট সামাল দিতে দ্রুত পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা।

বৃহস্পতিবার ভোররাতে বেলগাছিয়া ভাগাড়ে ধস নেমে পুরনো পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। হাওড়া পুরসভার নির্দেশে দ্রুত মেরামতের কাজ শুরু হলেও শুক্রবার সকালেই ফের ধস নামে, ফলে কাজ বন্ধ রাখতে হয়। সঙ্কটময় পরিস্থিতি তৈরি হওয়ায় কলকাতা পুরসভা থেকে আপাতত জল সরবরাহের বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

শুক্রবার কলকাতা পুরসভার তরফে ১৫টি জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে হাওড়ায়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন কলকাতা পুরসভা থেকে জল সরবরাহ চালিয়ে যাওয়া হবে।

Advertisement

কলকাতা পুরসভার মেয়র তথা নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘হাওড়ায় একটু সমস্যা হয়েছে। আমি হাওড়া প্রশাসককে বিষয়টি দেখার জন্য বলেছি। বেলগাছিয়াতে রমজানের সময় যাতে জল সঙ্কট না হয়, সেই কারণে আজ সকালে ১৫টি জলের গাড়ি পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

এদিকে, নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে হাওড়া পুরসভার কাছে এই সংক্রান্ত রিপোর্ট তলব করা হয়েছে। হাওড়া পুরসভার কমিশনার নিজেই পরিস্থিতির উপর নজর রাখছেন। যেহেতু রমজান মাস চলছে, প্রশাসন আশ্বস্ত করেছে যে যতদিন প্রয়োজন, ততদিন জল পাঠানো হবে।

Advertisement