পানীয় জলের পাইপ ফেটে বিপর্যস্ত হাওড়ার বেলগাছিয়ার এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে বেলগাছিয়া থেকে হরিশ কলোনির দিকের পানীয় জল সরবরাহের বড় পাইপ ফেটে দু’ টুকরো হয়ে গিয়েছে। ফলে জলে ভেসে গিয়েছে সি রোড, বি রোড এলাকা। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, বহুদিনের পুরানো ছিল জলের পাইপটি। সময়মতো মেরামত অথবা পরিবর্তন করার প্রয়োজন ছিল। কিন্তু সেই বিষয় কেউ নজরই দেয়নি।
ফলে, ভাগাড়ের আবর্জনা ধসে পাইপের উপর পড়লে সেটি ফেটে যায়। কিন্তু দুশ্চিন্তার বিষয় হল এরপরেও সকালে পুরসভার জল সরবরাহ হয়েছে। সেক্ষেত্রে জলে নোংরা আবর্জনা মিশে গিয়েছে বলে আশঙ্কিত এলাকাবাসী। খবর পেয়ে হাওড়া পুরসভার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পাইপের মেরামতির কাজ শুরু করেছিল। এছাড়াও জানা গিয়েছে , জলের তোড়ে এলাকায় বিদ্যুৎ স্তম্ভ উপড়ে গিয়েছিল। লিলুয়া থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধের ব্যবস্থা করে।
Advertisement
Advertisement
Advertisement



