দলে ফিরে আসছেন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু সেন? প্রশ্ন রাজনৈতিক মহলে। শনিবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছিলেন। তাতেই যোগদান করেছিলেন সাসপেন্ড থাকা শান্তনু সেন।
উল্লেখ্য, প্রাক্তন সাংসদ শান্তনু আরজি কর কাণ্ডের পর দলের বেআইনি যোগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও নানারকম মন্তব্য করেছিলেন। এরপরই দল থেকে বাদ পড়েন তিনি। দলের মুখপাত্রের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। গত ১০ই জানুয়ারি তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়। তারপর আর তাঁকে কোনও কর্মসূচিতে দেখা যায়নি।
Advertisement
তবে রাজনৈতিক মহলে অভিষেক ঘনিষ্ঠ হিসেবে তাঁর বেশ পরিচিতি আছে। এমনকি বেশ কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচিতে শান্তনু সেনকে দেখা গিয়েছিল। এবার তৃণমূলের ভার্চুয়াল বৈঠকে উপস্থিতি ফের তাঁর দলে যোগ দেওয়ার বিষয়টিকে আরও উস্কে দিয়েছে।
Advertisement
Advertisement



