• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ভাঙড়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

ফাঁকা বাড়িতে ঢুকে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকার।

প্রতীকী চিত্র

ফাঁকা বাড়িতে ঢুকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় এলাকার। অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ধৃতকে বারুইপুর আদালতে তোলা হয়। এর পাশাপাশি নির্যাতিতার শারীরিক পরীক্ষাও করা হয়েছে।

নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর সাতাশের ওই তরুণী তাঁর মায়ের সঙ্গে থাকেন। রবিবার তাঁর মা বাড়িতে ছিলেন না। সেই সময় অভিযুক্ত যুবক ওই বাড়িতে যান। সম্পর্কে তিনি ওই পরিবারের আত্মীয়। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু জানালে আরও বিপদ হবে, সেই ভয়ও দেখানো হয়েছিল তরুণীকে।

Advertisement

তরুণীর মা বাড়িতে ফিরে দেখেন, মেয়ের পোশাক অবিন্যস্ত। এতে সন্দেহ হয় তাঁর। মাকে দেখে কান্নাকাটি শুরু করেন নির্যাতিতা। পরে সমস্ত ঘটনা মাকে বলেন তিনি। প্রতিবেশীরাও ঘটনার কথা জানতে পারেন। অভিযুক্ত যুবকের এলাকারই বাসিন্দা হওয়ায় তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়। এরপর থানায় লিখিত অভিযোগ জানান নির্যাতিতার মা। অভিযোগ জানানোর এক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

Advertisement