• facebook
  • twitter
Saturday, 27 December, 2025

শুনানির স্বচ্ছতা যাচাইয়ে ভাঙড়ে কমিশনের বিশেষ পর্যবেক্ষক দল

বাংলার বিভিন্ন জেলায় চলা বিশেষ নিবিড় সংশোধন শুনানির প্রতিটি ধাপের বিস্তারিত তথ্য সংগ্রহ করাই এই বিশেষ দলের মূল উদ্দেশ্য।

ভাঙড়ে হিয়ারিং প্রক্রিয়া খতিয়ে দেখছেন সি মুরুগান।

রাজ্য জুড়ে শুরু হওয়া বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি ঠিক কতটা সুষ্ঠু ও স্বচ্ছভাবে হচ্ছে, তা খতিয়ে দেখতে ময়দানে নেমেছে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক দল। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে গিয়ে এই শুনানি পর্বের বাস্তব চিত্র সরেজমিনে খতিয়ে দেখেন প্রশাসনিক পরিষেবার আধিকারিক সি মুরুগান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বাংলার বিভিন্ন জেলায় চলা বিশেষ নিবিড় সংশোধন শুনানির প্রতিটি ধাপের বিস্তারিত তথ্য সংগ্রহ করাই এই বিশেষ দলের মূল উদ্দেশ্য। ভোটারদের অভিযোগ জানানোর সুযোগ, নথি যাচাইয়ের পদ্ধতি, সংশোধন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ এবং প্রশাসনিক ব্যবস্থাপনা— সব কিছু খুঁটিয়ে দেখে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করা হবে। সেই রিপোর্ট দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে জমা পড়বে। এই পর্যবেক্ষক দলের নেতৃত্বে রয়েছেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত।

Advertisement

জানা গিয়েছে, এদিন ভাঙড়–২ ব্লকে একাধিক শুনানি কেন্দ্র ঘুরে দেখেন সি মুরুগান। শুনানির সময় ভোটাররা নির্বিঘ্নে নিজেদের বক্তব্য রাখতে পারছেন কি না, কোনও অভিযোগ জানাতে গিয়ে তাঁদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে কি না, তা বিশেষভাবে খতিয়ে দেখা হয়। পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা নিয়ম মেনে কাজ করছেন কি না, সেই বিষয়েও নজর দেন তিনি। স্থানীয় প্রশাসনের কাছ থেকে শুনানি সংক্রান্ত নানা তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ করা হয়।

Advertisement

রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এ দিন রাজ্যের ২৯২টি বিধানসভা কেন্দ্রেই সকাল থেকে শুনানির কাজ শুরু হয়েছে। প্রতিটি বিধানসভা এলাকায় মোট ১১টি করে স্থানে এই শুনানি চলছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় প্রতিটি টেবিলে ভোটারদের পাশাপাশি রয়েছেন নির্বাচনী রেজিস্ট্রেশন আধিকারিক, সহকারী নির্বাচনী রেজিস্ট্রেশন আধিকারিক, বুথ স্তরের আধিকারিক, বুথ স্তরের আধিকারিকের তত্ত্বাবধায়ক এবং মাইক্রো পর্যবেক্ষক। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি অভিযোগ দ্রুত নথিভুক্ত করে নিয়ম মেনে নিষ্পত্তি করাই প্রশাসনের লক্ষ্য।

Advertisement