• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভাঙড়ে অবৈধ নির্মাণ রুখতে গিয়ে হামলার মুখে পুলিশ কর্মীরা

ভাঙরে অবৈধ নির্মাণ আটকাতে হামলার মুখে পুলিশকর্মীরা। অভিযুক্তদের মধ্যে কয়েকজন মহিলা তদন্তকারী অফিসারদের কামড়ে দেন বলেও অভিযোগ।

ভাঙরে অবৈধ নির্মাণ আটকাতে হামলার মুখে পুলিশকর্মীরা। অভিযুক্তদের মধ্যে কয়েকজন মহিলা তদন্তকারী অফিসারদের কামড়ে দেন বলেও অভিযোগ। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার দক্ষিণ বামুনিয়া এলাকায়। ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি রাস্তার ধারে পূর্ত দপ্তরের জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ ওঠে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে যান সাব-ইন্সপেক্টর মনজুর আলম মণ্ডল ও কনস্টেবল রবি রায়।
পুলিশ সূত্রের দাবি,  নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় কয়েকজন মহিলা পুলিশকর্মীদের ঘিরে ধরে কামড়ে দেন বলে অভিযোগ। এরপর বাঁশ, লাঠি ও ইট নিয়ে চড়াও হন অভিযুক্তরা।
ওই খবর যায় উত্তর কাশীপুর থানায়। উত্তর কাশীপুর থানার তৎপরতায় আরও পুলিশ বাহিনী গিয়ে দুই আহত আধিকারিককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে চিকিৎসাধীন তাঁরা।
পুলিশের এক কর্তা জানিয়েছেন, ‘সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগে তদন্তে গিয়েছিলেন আমাদের কর্মীরা। তাঁদের উপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। অভিযুক্তদের শনাক্ত করে কড়া পদক্ষেপ করা হবে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশবাহিনী।’

Advertisement

Advertisement