ভাঙ্গড়ে চাষের জমি থেকে উদ্ধার কৃষকের রক্তাক্ত মৃতদেহ। ভাঙ্গড় ২ নম্বর ব্লকের পোলেরহাট থানার পাইকান এলাকায় গভীর রাতে ঘটনাটি ঘটে। নিহত কৃষকের নাম বাবলু মোল্লা। শনিবার গভীর রাতে একটি লঙ্কা ক্ষেত থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। বাবলুকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবার ও স্থানীয় বাসিন্দাদের। তাঁর সঙ্গে প্রতিবেশীদের জমি সংক্রান্ত বিবাদ ছিল বলে জানা গিয়েছে। রবিবার এই ঘটনায় ব্যাপক এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পোলেরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ও ঘটনার তদন্ত শুরু করেছে এলাকার বাসিন্দারা। পুলিশি তদন্তে উঠে আসতে পারে নতুন তথ্য।
Advertisement
রবিবার পোলেরহাট থানার পুলিশ মৃত কৃষকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে পরিবারের অভিযোগের ভিত্তিতে। পুলিশ সূত্রের খবর, প্রাথমিকভাবে জমি বিবাদের জেরে খুনের তত্ত্ব সামনে এসেছে। তবে খুনের নেপথ্যে অন্য কারণও থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার অপেক্ষায় রয়েছে। খতিয়ে দেখা হচ্ছে, এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক কারণ জড়িয়ে আছে কিনা।
Advertisement
Advertisement



