অলিম্পিক ও এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতের সাঁতারু সন্দীপ সেজওয়ালের বিরুদ্ধে শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ আনে জুনিয়র সাঁতারুরা। ৩৫ বছর বয়সী এশিয়ান গেমসে পদকজয়ী সন্দীপ বর্তমানে ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামের হাইপারফরম্যান্স সুইমিং সেন্টারের তরুণ সাঁতারুদের প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন। বিশেষ সূত্রে জানা গেছে তিনি বেশ কিছুদিন ধরে তরুণ সাঁতারুদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করছেন। তরুণ সাঁতারুদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করছেন। তরুণ সাঁতারুদের এই অভিযোগের ভিত্তিতে সন্দীপ সেজওয়ালকে রাজ্য ক্রীড়া বিভাগ থেকে সাসপেন্ড করা হয়েছে।
শনিবার তরুণ সাঁতারুরা ধর্নায় বসে প্রশিক্ষক সন্দীপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে। এমন কী তারা রাতের খাবার খাবেন না বলে জানিয়ে দেয়। সাঁতারুরা বলে, প্রশিক্ষকের আপত্তিজনক আচরণে আমরা বিরোধিতা করছি। যখন তাঁর আচরণ নিয়ে কথা বলি, তখন তিনি আমাদের প্রতি নানাভাবে হুমকি দিতে থাকেন। কুরুচিকর মন্তব্য করেন। এমনকী যৌনতামূলক ভাষা ব্যবহার করেন। কিছু সাঁতারুকে প্রশিক্ষণের সময় শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।
Advertisement
এই অভিযোগ পাওয়ার পরে রাজ্য ক্রীড়া দপ্তরের ক্রীড়া প্রচারের ডিরেক্টর দীপঙ্কর মহাপাত্র বিভাগীয় তদন্ত শুরু করেন। যতদিন না তদন্ত শেষ হচ্ছে, ততদিন প্রশিক্ষক সন্দীপ সাসপেন্ড থাকবেন বলে জানিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, তরুণ সাঁতারুদের প্রতি কোনওভাবে অভব্য ব্যবহার বরদাস্ত করা হবে না। তরুণ সাঁতারুদের নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা হবে।
Advertisement
এখানে উল্লেখ করা যেতে পারে ২০২২ সাল থেকে ওড়িশার বিভিন্ন জেলার ৫০ জন তরুণ সাঁতারু এই সুইমিং সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছে। তাদের লক্ষ্য ভারতীয় সাঁতারুদের বিকাশ ঘটানো। আন্তর্জাতিক স্তরে এখানকার সাঁতারু অংশ নিয়ে ভারতকে গর্বিত করুক। তরুণ সাঁতারুরা আরও অভিযোগ করেছেন, তাদের নিয়ে নানা রকম উপহাস করতেন কোচ। পরিবার নিয়ে অন্যায় কথা বলতেন। অকারণে শারীরিক নির্যাতন করতেন দ্বিধাবোধ করতেন না। এমন কী একজন সিনিয়র সাঁতারুকে মারধর করেছিলেন। মারের চোটে সেই সাঁতারুর রক্ত পর্যন্ত পড়েছে। এমন কী কিছু সাঁতারু সঙ্গে অহেতুক খারাপ ব্যবহার করতেন। তাই এখন দেখবার বিষয় প্রশিক্ষক সন্দীপ সেজওয়ালকে আদৌ রাখা হবে কীনা?
Advertisement



