• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বিধান শিশু উদ্যানে সাঁতারের সূচনা

এ বছর উদ্যানের নিয়মিত সভ্য সভ্যাদের পাশাপাশি বস্তিবাসী শিশুদেরও সম্পূর্ণ বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

প্রতি বছরে এই বিধান শিশু উদ্যানে সাঁতারের মরশুম শুরু হয়। কিন্তু এ বছর উদ্যানের নিয়মিত সভ্য সভ্যাদের পাশাপাশি বস্তিবাসী শিশুদেরও সম্পূর্ণ বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। মূলত পুরপিতা শান্তিরঞ্জন কুণ্ডুর প্রস্তাবেই এই ব্যবস্থা। আজকের এই শুভ অনুষ্ঠানের সূচনা করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ড. পার্থ কর্মকার, পুরপিতা শান্তিরঞ্জন কুণ্ডু, শ্যামলাল আগরওয়াল। আগামী দিনে বিধান শিশু উদ্যানে খেলাধুলার নিয়মিত বিভাগগুলোতেও উদ্যান সংলগ্ন বস্তিবাসী শিশুদেরও শামিল করা হবে।

Advertisement

Advertisement