• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাজকীয় সম্বর্ধনা

এই তথ্যচিত্রে তাঁর ক্রিকেট জীবনের নানা ঘটনার পাশে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ ও বাংলা ক্রিকেটে তাঁর অবদান ও নানা ঘটনার উল্লেখ থাকবে।

ফাইল চিত্র

কিছুদিন আগেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলার তারকা ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। সেই ঋদ্ধিমানকে সিএবি-র পক্ষ থেকে আগামী ২ মার্চ রাজকীয় সম্বর্ধনা জানানো হবে। ঋদ্ধিমানের বৈচিত্রময় ক্রিকেট জীবন নিয়ে আলোচনা করার ব্যবস্থা করা হবে। সৌরভ গাঙ্গুলির উপস্থিতিতে এ অনুষ্ঠানটি হবে। ঋদ্ধিমানের ক্রিকেট জীবন নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

এই তথ্যচিত্রে তাঁর ক্রিকেট জীবনের নানা ঘটনার পাশে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ ও বাংলা ক্রিকেটে তাঁর অবদান ও নানা ঘটনার উল্লেখ থাকবে। বিশেষ উপহার হিসেবে উইকেট কিপিং গ্লাভস তুলে দেওয়া হবে ঋদ্ধিমানকে। ওই গ্লাভস রুপো দিয়ে তৈরি করা হয়েছে। ঋদ্ধিমানের বন্দনায় প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেবেন। সম্বর্ধনা শেষে ঋদ্ধিমান তাঁর ভবিষ্যত পরিকল্পনার কথা নিজেই ব্যক্ত করবেন।

Advertisement

Advertisement

Advertisement