এই প্রথমবার রঞ্জি ট্রফি ক্রিকেট ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে কেরল। ফাইনাল খেলায় কেরলের সঙ্গে মুখোমুখি হবে দু’বারের চ্যাম্পিয়ন দল বিদর্ভ। বুধবার থেকে নাগপুরের জামথা স্টেডিয়ামে এই খেলা শুরু হচ্ছে। অবশ্য এর আগে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল একবার কেরল দল। তাই কেরল দলের খেলোয়াড়দের কাছে বড় চ্যালেঞ্জ শুধু ফাইনাল খেলা নয়, চ্যাম্পিয়ন হওয়া।
২০১৭-১৮ ও ২০১৮-১৯ মরশুমে টানা দু’বার খেতাব জিতেছে বিদর্ভ। আর গতবারে রঞ্জি ট্রফিতে রানার্স আপ হয়েছিল বিদর্ভ দল। আর এবারে মুম্বইয়ের মতো শক্তিশালী দলকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বিদর্ভ। আর গুজরাতকে সেমিফাইনালে হারিয়ে দেয় কেরল। অবশ্য বিদর্ভ এই নিয়ে চারবার রঞ্জি ট্রফি ফাইনালে খেলার কৃতিত্ব দেখিয়েছে। তার মধ্যে দু’বার চ্যাম্পিয়ন ও দু’বার রানার্স আপ হয়েছে। পাঁচদিনের এই প্রতিযোগিতা চলবে ২ মার্চ পর্যন্ত। বিদর্ভ তাদের ঘরের মাঠে খেলবে, তাই বাড়তি সুবিধা আদায় করে নিতে পারবে বলে মনে করা হচ্ছে।
Advertisement
Advertisement
Advertisement



