• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কুম্ভমেলা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ সমাজমাধ্যমে, মামলা রুজু

মহাকুম্ভ সম্পর্কে ভুল তথ্য ছড়ানো ১৪০টি সোশাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে এক ডজনেরও বেশি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

নিজস্ব চিত্র

উত্তর প্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ এখন শেষ পর্যায়ে। ২৬ ফেব্রুয়ারি মহাকুম্ভের শেষ দিন। তার আগে সবাই-ই মহাকুম্ভের সঙ্গমে ডুব দিতে চায়। প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত মহাকুম্ভে আসছেন। এহেন পরিস্থিতিতে মহাকুম্ভ নিয়ে বহুবার ভুল তথ্য ছড়ানো হয়েছে। বেশিরভাগ ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে বলে অভিযোগ। সামাজিক মাধ্যমে যাঁরা ভুল তথ্য ছড়িয়েছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মহাকুম্ভ সম্পর্কে ভুল তথ্য ছড়ানো ১৪০টি সোশাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে এক ডজনেরও বেশি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। মহাকুম্ভের ডিআইজি বৈভব কৃষ্ণ বলেছেন, ১৪০টি হ্যান্ডেলের বিরুদ্ধে ১৩টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। অবশ্য ঠিক ঠিক কোন ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে মামলা দায়ের হয়েছে, তা অবশ্য প্রকাশ্যে আনা হয়নি। ডিআইজির দাবি, ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর চেষ্টা হলেও কুম্ভমেলা ব্যাপক ভাবে সফল হয়েছে।

Advertisement

উত্তর প্রদেশ পুলিশের সোশাল মিডিয়া সেল বিভিন্ন প্ল্যাটফর্মগুলির উপর কড়া নজর রাখছে। বিশেষ করে ত্রিবেণী সঙ্গমে মহিলা তীর্থযাত্রীদের স্নান করার ভিডিও শেয়ার হওয়ার পর, সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে নজরদারি আরও কঠোর করা হয়েছে। এদিকে, মহাকুম্ভের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে ভক্তদের ভিড় বাড়তে পারে। কারণ মহাকুম্ভে প্রচুর সংখ্যক ভক্ত স্নান করতে আসবেন। এর পরিপ্রেক্ষিতে ডিআইজি কৃষ্ণা বলেছেন, শিবরাত্রির জন্য ‘সম্পূর্ণ ব্যবস্থা’ করা হয়েছে।

Advertisement

ডিআইজি বলেন, মহাকুম্ভ এলাকার কোথাও যেন কোও যানজট না হয়, সেজন্য চেষ্টা করা হবে। সব ব্যবস্থা সঠিকভাবে চালানো উচিত। ভিড় যাই হোক না কেন, আমরা পুরোপুরি প্রস্তুত। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, এখনও পর্যন্ত ৬২ কোটি তীর্থযাত্রী প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে (গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল) ডুব দিয়েছেন। রাজ্য সরকারের তথ্য বিভাগ জানিয়েছে, রবিবার প্রায় ৮৭ লক্ষ মানুষ মহাকুম্ভে পৌঁছে স্নান করেছিলেন।

Advertisement