বাজল না বিয়ের সানাই! দুই মাস পরে বিয়ের কথা থাকলেও আইইডি বিস্ফোরণে মৃত্যু হল দুই সেনা ক্যাপ্টেনের। তাঁরা দুজনেই একই রেজিমেন্টের। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের আখনুরে নিয়ন্ত্রণরেখায় একসঙ্গেই টহল দিতে গিয়ে ঘটে এই মর্মান্তিক ঘটনা। মৃত ওই দুই সেনা ক্যাপ্টেনের নাম করমজিৎ সিংহ বক্সী (২৭) ও মুকেশ সিংহ মানহাস (২৯)। এঁদের মধ্যে করমজিতের বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছিল। আগামী ৫ এপ্রিল তাঁর বিয়ের সানাই বাজার কথা। ঝাড়খণ্ডের হাজারিবাগে বাড়ি করমজিতের।
এ প্রসঙ্গে জানা গিয়েছে, ১০ দিন আগেই বাড়িতে গিয়েছিলেন তিনি। তখন বাড়ির সকলকে সুখবর দেন। জানান, সেনার এক চিকিৎসকের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। তাঁকে বিয়ে করতে চান। করমজিতের বাবা সর্দার অজিন্দর সিংহ। তাঁর একটি রেস্তরাঁর ব্যবসা রয়েছে। একমাত্র পুত্রের আকস্মিক মৃত্যুতে তিনি একপ্রকার বাক্রুদ্ধ হয়ে গিয়েছেন।
Advertisement
এদিকে করমজিতের কাকা দেবিন্দর সিংহ বলেন, তাঁর ভাইপো পাঁচ বছর আগে সেনায় যোগ দিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার থেকে তাঁদের পরিবারে যেন সব কিছু ওলটপালট হয়ে গিয়েছে।
Advertisement
অন্যদিকে, আর এক সেনা ক্যাপ্টেন মুকেশ সিংহ মানহাসেরও বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছিল। ২০ এপ্রিল বিয়ের দিন ঠিক হয়েছিল তাঁর। বিয়ে করবেন বলে বাড়ি সাজাচ্ছিলেন মুকেশ। এজন্য জোরকদমে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল সাম্বার ব্রি কামিলায় মানহাস পরিবারে। গত ২৮ জানুয়ারি বাড়িতে কয়েক দিনের জন্য ছুটিতে এসেছিলেন তিনি। সব কিছু তদারকি করে আবার কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু তার আগেই সব শেষ। কিন্তু সেখানে উৎসবের আলোর রোশনাই-এর বদলে নেমে এসেছে অন্ধকার। মঙ্গলবারের পর ওই বাড়িতেও সকলে শোকস্তব্ধ।
Advertisement



