পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) রানা বিশ্বাস প্রয়াত। শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত মৃত্যু হয় তাঁর। জেলা প্রশাসনের অন্দরে কাজের মানুষ হিসেবে পরিচিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক। তাঁর মৃত্যু জেলায় প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে। নানাবিধ রোগে আক্রান্ত ছিলেন রানা বিশ্বাস। তাঁর মৃত্যুতে এক্স হ্যান্ডেলে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক রানা বিশ্বাসের আকস্মিক ও অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (প্রাক্তন) ক্যাডারের একজন সদস্য হিসেবে রানা বিশ্বাস শুধু একজন দুর্দান্ত অফিসারই ছিলেন না, একজন নিখুঁত ভদ্রলোকও। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং ভ্রাতৃপ্রতিমদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।
Advertisement
Advertisement
Advertisement



