• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দিল্লিতে ক্ষমতা দখলের পথে বিজেপি, ভরাডুবি আপের

ইঙ্গিত মিলেছিল বুথ ফেরত সমীক্ষাতেই। আর আজ, শনিবার ইভিএম খুলতেই পদ্মে ছেয়ে গেল দিল্লি। দিল্লি বিধানসভায় মোট আসনসংখ্যা ৭০।

ইঙ্গিত মিলেছিল বুথ ফেরত সমীক্ষাতেই। আর আজ, শনিবার ইভিএম খুলতেই পদ্মে ছেয়ে গেল দিল্লি। দিল্লি বিধানসভায় মোট আসনসংখ্যা ৭০। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে যে কোনও দলকে ছুঁতে হবে ৩৬ আসনের ‘জাদু সংখ্যা’। এদিন সকালে ভোট গণনা শুরু হতেই আম আদমি পার্টিকে টেক্কা দিয়ে এগিয়ে যেতে শুরু করে বিজেপি। বেলা বাড়তেই ম্যাজিক ফিগার পেরিয়ে যায় তারা।

বিকেল সাড়ে ৫টা নাগাদ পাওয়া তথ্য অনুযায়ী, ৪১টি আসনে জয়ী হয়েছে বিজেপি। আম আদমি পার্টি জিতেছে ২১টি আসনে। ৭টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। একটি আসনে এগিয়ে রয়েছে আপ। কংগ্রেস কোনও আসনেই এগিয়ে নেই। ২৭ বছর পর দিল্লির ক্ষমতা দখলের পথে বিজেপি।

Advertisement

৭০ আসনের দিল্লি বিধানসভায় লড়েছেন ৬৯৯ জন প্রার্থী। ১ কোটি ৫৬ লক্ষেরও বেশি দিল্লির বাসিন্দা নির্ধারণ করেন ক্ষমতায় আসছে কোন দল। দিল্লিতে মোট ভোট পড়েছিল ৬০.৫৪ শতাংশ। ১৯টি কেন্দ্রে ভোট গণনা হচ্ছে। সবার আগে গোনা হয় পোস্টাল ব্যালট। ২০২০ সালের নির্বাচনে ৬২টি আসনে জিতে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল আপ। বিজেপি পেয়েছিল মাত্র ৮টি আসন। একটি আসনেও জিততে পারেনি কংগ্রেস।

Advertisement

অধিকাংশ এক্সিট পোলে বলা হয়েছে, এবার দিল্লির ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। আবার কেউ কেউ এগিয়ে রেখেছিল আপকে। তবে এক্সিট পোলের সমীক্ষাকে আদৌ গুরুত্ব দিতে নারাজ ছিল আপ। তবে এদিন ইভিএম খুলতেই দেখা যায়, এক্সিট পোলকে সত্যি করে দিল্লির ক্ষমতা দখলের পথে এগিয়ে চলেছে বিজেপি। এবারে দিল্লির ভোটারদের কাছে মূল বিষয় ছিল মুদ্রাস্ফীতি, চাকরি, সাশ্রয়ী মূল্যের বাড়ি এবং মহিলাদের নিরাপত্তা।

Advertisement