• facebook
  • twitter
Friday, 5 December, 2025

খালে যাত্রীবোঝাই বাস, হরিয়ানায় নিখোঁজ ১০

লোকজন বেরিয়ে এসে দেখেন একটি বাস জলে তলিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে আসে। রাতভর তল্লাশি চালিয়ে দু’জনের দেহ উদ্ধার হয়েছে।

প্রতীকী চিত্র

শুক্রবার রাতে ঘন কুয়াশার জেরে সর্দারেওয়ালা গ্রামের কাছে একটি বাস ভাকরা খালের উপর সেতু থেকে জলে পড়ে যায়। সেই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর কথা জানিয়েছে পুলিশ। ঘটনায় এক কিশোর এবং প্রৌঢ়ের দেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

জানা গিয়েছে, ছোট বাসে করে ১২ জনের একটি দল পঞ্জাবে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। সেই অনুষ্ঠান থেকে শুক্রবার রাতে ফিরছিল তারা। সর্দারেওয়ালা গ্রামের কাছে ভাকরা খালের সেতু পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার পরই সেটি সেতুর রেলিং ভেঙে খালের জলে গিয়ে পড়ে। বিপদ বুঝে আগেই গাড়ির চালক জার্নেল সিংহ বাস থেকে লাফ মারেন। ফলে তিনি বেঁচে গিয়েছেন।

Advertisement

১২ জনকে নিয়ে গাড়িটি খালের জলে ডুবে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জলের মধ্যে ভারী কিছু পড়ার আওয়াজ শোনা যায়। তার পরই চিৎকার-চেঁচামেচি, কান্নাকাটি। আশপাশের লোকজন বেরিয়ে এসে দেখেন একটি বাস জলে তলিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে আসে। রাতভর তল্লাশি চালিয়ে দু’জনের দেহ উদ্ধার হয়েছে।

Advertisement

Advertisement