• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাজেটে বড় উপহার, ১২ লক্ষ পর্যন্ত আয়ে দিতে হবে না কর

বাজেটে মধ্যবিত্তের জন্য বড় উপহার। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশের সময় এই ঘোষণা করেন।

বাজেটে মধ্যবিত্তের জন্য বড় উপহার। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশের সময় এই ঘোষণা করেন। তিনি বলেন, মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার। আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ অবশ্য ৭৫ হাজার টাকাই রেখেছেন নির্মলা। প্রবীণ নাগরিকদের জন্যও বাজেটে বড় উপহার দিয়েছেন নির্মলা। ষাটোর্ধ্বদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ১ লক্ষ টাকা, এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

গত বছরের পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগীদের বছরে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ। তিনি আরও জানান, আগামী সপ্তাহে নতুন আয়কর বিল আসবে। সেখানে করের নিয়ম অনেক সহজ করা হবে বলে স্পষ্ট করেছেন তিনি।

Advertisement

নতুন কর কাঠামো অনুযায়ী, ০ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- কোনও কর নেই, বার্ষিক আয় ৪-৮ লক্ষ টাকা – ৫ শতাংশ আয়কর, বার্ষিক আয় ৮-১২ লক্ষ টাকা – ১০ শতাংশ আয়কর, বার্ষিক আয় ১২-১৬ লক্ষ টাকা – ১৫ শতাংশ আয়কর, বার্ষিক আয় ১৬-২০ লক্ষ টাকা – ২০ শতাংশ আয়কর, বার্ষিক আয় ২০-২৪ লক্ষ টাকা – ২৫ শতাংশ আয়কর, বার্ষিক আয় ২৪ লক্ষ টাকার উপরে – ৩০ শতাংশ আয়কর। তবে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে বিভিন্ন ভাবে করে ছাড় দেবে সরকার।

Advertisement

Advertisement