• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নির্মলার প্রশংসায় পঞ্চমুখ মোদী

'ভারত বিকাশের দিকে আরও একধাপ এগোল'

ফাইল চিত্র

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন তা শুধুমাত্র সাধারণ মানুষের কথা ভেবেই করা হয়েছে। সেই কারণে সংসদে বাজেট পেশের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রশংসা। অর্থমন্ত্রীর দিকে এগিয়ে যেতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। রেকর্ড গড়ে নিজের অষ্টম বাজেট পেশের জন্য নির্মলাকে শুভেচ্ছাও জানান। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। সেখানেই মোদী জানান, “বাজেট খুব ভালো হয়েছে, সবাই আপনার প্রশংসা করছে।” এই মন্তব্য করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তাঁর টিম যারা এই বাজেটের নেপথ্যে রয়েছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন।

বাজেট পেশের পর মোদী সংসদে বলেন, আমজনতার কথা মাথায় রেখেই এই বাজেট, তাঁরা সর্বক্ষেত্রে উপকৃত হবেন। এই বাজেট সংস্কারের দিশা। কীভাবে মানুষের পকেট আরও ভরবে সেই দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে।’
যদিও প্রধানমন্ত্রী এই বাজেটকে সাধারণের পকেট ভরার বাজেট বলেও পরবর্তীতে জনতার প্রত্যাশা কতটা পূরণ হল, তা সময়ই বলবে। এটাই ছিল তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট।

Advertisement

বাজেট পাশের পর এদিন মোদী বলেছেন, ‘ভারত বিকাশের দিকে আরও একধাপ এগোল। ১৪০ কোটি ভারতীয়র আশা-আকাঙ্খার বাজেট ছিল এটা। বিকশিত ভারতের যে লক্ষ্য নেওয়া হয়েছে তারও গতি বাড়িয়ে দেবে শনিবারের ঘোষণা।

Advertisement

উল্লেখ্য, এই বাজেট তৈরির নেপথ্য ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে ছয় জনের একটি দল। তাঁরা হলেন চিফ ইকোনমিক অ্যাডভাইজার ভি অনন্ত নাগেশ্বরন, এক্সপেডিচার সেক্রেটারি মনোজ গোভিল, ইকোনমিক অ্যাফেয়ার
সেক্রেটারি অজয় শেঠ, ফিন্যান্স অ্যান্ড রেভেনিউ সেক্রেটারি তুহিন কান্ত পাণ্ডে, ডিআইপিএএম সেক্রেটারি অরুনিশ চাওলা এবং ফিন্যান্সিয়াল সার্ভিস সেক্রেটারি এম নাগারাজু।

Advertisement