• facebook
  • twitter
Saturday, 13 December, 2025

নচিকেতা ঘোষকে নিয়ে তথ্যচিত্র ও স্মরণ অনুষ্ঠান

শতবর্ষে পদার্পণ করলেন কিংবদন্তি সুরকার নচিকেতা ঘোষ। তাঁর ১০০ তম জন্মদিন উপলক্ষে কলকাতার আইসিসিআর-এ সম্প্রতি এক অনুষ্ঠান আয়োজিত হল।

শতবর্ষে পদার্পণ করলেন কিংবদন্তি সুরকার নচিকেতা ঘোষ। তাঁর ১০০ তম জন্মদিন উপলক্ষে কলকাতার আইসিসিআর-এ সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করে নচিকেতা ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রদর্শিত হয়, ‘মেজাজটাই তো আসল রাজা’ নামের একটি সাংগীতিক তথ্যচিত্র, যা পরিচালনা করেছেন সুরকারের জামাতা হর প্রসাদ মণ্ডল। এই তথ্যচিত্রটি একটি বৃহৎ ২২ পর্বের ডকুসিরিজের নির্বাচিত অংশের সমন্বয়ে তৈরি, যা এই বছরেই মুক্তি পাবে।

ছবিটির মধ্যে দিয়ে একত্রিত হয়েছে সুরকারের সেই সব অমর সৃষ্টি যা বাংলা চলচ্চিত্র ও সংগীতকে সমৃদ্ধ করেছে। সেই সঙ্গে তুলে ধরা হয়েছে তাঁর জীবনের নানা অজানা কাহিনী।

Advertisement

সন্ধ্যাটি শুরু হয় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান দিয়ে, তারপর বাংলা সংগীত ও সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিত্বরা স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পীবৃন্দ- পণ্ডিত গোবিন্দ বসু, হৈমন্তী শুক্লা, বাবুল সুপ্রিয়, কল্যাণ সেন বরাট, শুভ দাশগুপ্ত, অন্তরা চৌধুরী, শ্রীকান্ত আচার্য, বটকৃষ্ণ দে, সৈকত মিত্র, রত্না ঘোষাল, ড. শিবাজী বসু, মানসী মুখার্জি, লোপামুদ্রা মিত্র, জয় সরকার, সুধা দত্ত, এবং জয়তী চক্রবর্তী।

Advertisement

Advertisement