• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দলগঠন নিয়ে চিন্তায় পড়েছেন লাল হলুদ কোচ অস্কার ব্রুজো

প্রশ্ন রয়েছে ক্লেটন সিলভাকে নিয়েও

ফাইল চিত্র

ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো প্রতিদিন কোনও না কোনও সমস্যার মুখে পড়ে যাচ্ছেন। একদিকে কার্ডের সমস্যা আর অন্যদিকে একের পর এক ফুটবলার চোট পেয়ে মাঠের বাইরে চলে যাচ্ছেন। সেই কারণে কিছুতেই কোচ চিন্তামুক্ত হতে পারছেন না। গত মঙ্গলবার অনুশীলন চলাকালীন হাঁটুতে চোট পেয়েছিলেন হিজাজি মাহের। প্রথমে আশা করা গিয়েছিল সেই চোট খুব একটা গুরুতর নয়। কিন্তু বুধবার অনুশীলনে তিনি যোগ দিতে পারলেন না। তাঁর পায়ে যন্ত্রণা এখনও রয়েছে। সেই কারণেই চোট নিয়ে তিনি নিজেই অনুশীলন করতে রাজি হননি।

তিনি চাইছেন চোটমুক্ত হয়ে তবেই মাঠে নামবেন। কিন্তু কোচ অস্কার ব্রুজোর কাছে সমস্যা তৈরি হয়ে গেল রক্ষণভাগ কিভাবে তিনি গঠন করবেন। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন আনোয়ার আলি ও ক্রেসপো। গত ম্যাচে চোট পেয়েছেন হেক্টর ইউসতে। তাঁর পক্ষেও খেলা সম্ভব হবে না আগামী ম্যাচে।

Advertisement

আবার প্রশ্ন রয়েছে ক্লেটন সিলভাকে নিয়েও। মরশুমের শুরু থেকে তাঁর পিঠে একটা চোট রয়েছে। সেই চোট পুরোপুরি নিরাময় হয়নি। তাই তিনি মুম্বইতে ডাক্তার দেখাতে যাচ্ছেন। অন্যদিকে ডা. অনন্ত যোশীর অধিনে অস্ত্রোপচার হবে মাদিহ তালালের।

Advertisement

মঙ্গলবার হিজাজি চোট পাওয়ার পরেই কোচ অস্কার ব্রুজো কিছু আর বলতে চাইছেন না দল গঠন নিয়ে। আসলে সেরা একাদশ গঠন করাই তাঁর পক্ষে কঠিন ব্যাপার। হয়তো সেই কারণেই কিছুটা হতাশ হয়ে কোচ বলেছেন, দল এইভাবে গঠন করা বেশ অসুবিধা। তবুও রিজার্ভ বেঞ্চের থেকে ফুটবলারদের নিয়ে দলগঠন করা হবে তা নিয়ে নতুন করে বলবার প্রয়োজন হয় না।

Advertisement