• facebook
  • twitter
Friday, 2 January, 2026

দিল্লিতে ভেঙে পড়ল চারতলা বাড়ি, মৃত দুই

আবারও ভেঙে পড়ল বহুতল। দিল্লিতে চারতলা বাড়ি ভেঙে পড়ে সোমবার সন্ধ্যায়। ভিতরে অনেকেই আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আবারও ভেঙে পড়ল বহুতল। দিল্লিতে চারতলা বাড়ি ভেঙে পড়ে সোমবার সন্ধ্যায়। ভিতরে অনেকেই আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার জেরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অন্তত ২২ জন। তাঁদের মধ্যে ৩ শিশু সহ মোট ১২ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত দু’জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি ওই আবাসনটির নির্মাণকাজ শেষ হয়েছে। অস্কার পাবলিক স্কুলের কাছে ‘কৌশিক এনক্লেভ’ ভেঙে পড়ার সময় বাড়ির মধ্যে ২০-২৫ জন ছিলেন। গাফিলতির জেরেই বহুতল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির। আশপাশের অনেকটা এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।

Advertisement

সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ বহুতল ভেঙে পড়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দিল্লি সিভিল ডিফেন্স এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও হাত লাগান উদ্ধার কাজে। দুর্ঘটনার খবর পেয়ে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বুরারিতে বাড়ি ভেঙে পড়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। স্থানীয় প্রশাসনকে দ্রুত উদ্ধারকাজ করার নির্দেশ দিয়েছি। ক্ষতিগ্রস্তদের যথাসাধ্য সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

ঘটনাস্থল পরিদর্শন করে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেন, নতুন বাড়ি ভেঙে পড়ে গেল। ফলে বোঝাই যাচ্ছে, কাজে গাফিলতি হয়েছে। এই গাফিলতির জন্য যে বা যারা দায়ী তাদের ছেড়ে দেওয়া হবে না। ঘটনার তদন্ত করে অপরাধীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

Advertisement