মাত্র বারো দিনের ব্যবধানে মালদহে দুই তৃণমূল নেতার উপর দুষ্কৃতী হামলা। সেই ঘটনাকে ঘিরে এখনও তোলপাড় রাজ্য রাজনীতি। আর তারই মধ্যে এবার দুষ্কৃতী হামলার শিকার নোদাখালির তৃণমূল নেতা। তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নোদাখালি থানার অন্তর্গত ডোঙ্গারিয়া এলাকায়। সূত্রের খবর, সকালে ওই এলাকায় বাইকে চেপে আসে তিন দুষ্কৃতী। কৃষ্ণ মণ্ডলকে লক্ষ্য করে একের পর এক গুলি ছোড়ে তারা। স্থানীয়েরা গুলির শব্দ শুনে ছুটে আসতেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, তাদের সকলের মুখই ঢাকা ছিল কাপড়ে। মাথায় ছিল হেলমেট। সেই কারণে দুষ্কৃতীদের শনাক্ত করা সম্ভব হয়নি।
Advertisement
অন্যদিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়া নেতাকে উদ্ধার করে প্রথমে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তবে অবস্থার অবনতি হতে থাকলে পরে স্থানান্তর করা হয় কলকাতার এক হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তদন্তে নেমেছে নোদাখালি থানার পুলিশ। দুষ্কৃতীদের শনাক্ত করতে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। কী কারণে তৃণমূল নেতাকে প্রাণে মারার চেষ্টা, তা জানার চেষ্টা করছে পুলিশ।
Advertisement
Advertisement



