• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বাংলাদেশে হিন্দু পড়ুয়াকে গুলি করে হত্যার অভিযোগ

বাংলাদেশে হিন্দু পড়ুয়াকে গুলি করে খুনের অভিযোগ। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ খুলনায় ঘটনাটি ঘটে।

বাংলাদেশে হিন্দু পড়ুয়াকে গুলি করে খুনের অভিযোগ। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ খুলনা শহরের তেঁতুলতলা মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম – অর্ণবকুমার সরকার। খুলনার সোনাডাঙ্গার আবু আহম্মেদ সড়কের বাসিন্দা ছিলেন তিনি। তাঁর বয়স ২৬ বছর। অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ-র ছাত্র ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার সংখ্যালঘুদের মধ্যে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, খুনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে খুলনা শহরের তেঁতুলতলা মোড়ের একটি চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন অর্ণব। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে ওই পড়ুয়াকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলি লাগায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অর্ণব। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা অর্ণবকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে মোটর সাইকেলে হেলান দিয়ে চা খাচ্ছিলেন অর্ণব। সেই সময় কয়েকটি মোটর সাইকেলে আসা দুষ্কৃতীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুলি অর্ণবের মাথা ভেদ করে বেরিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

অভিযোগ, চিন্ময়কৃষ্ণ দাসের সমর্থনে সরব হওয়ার জেরেই অর্ণবকে খুন হতে হয়েছে। যদিও এই তত্ত্ব আদৌ সত্যি কি না, তা নিশ্চিত করে জানা যায়নি। এদিকে অর্ণবের খুনের তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অর্ণবকে গুলি করার সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা। তাদের কাছে বন্দুক থাকায় কেউ আটকানোর সাহস করতে পারেনি। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলির খোল উদ্ধার করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার (মিডিয়া) মহম্মদ আহসান হাবিব জানান, খুনের খবর জানতে পেরেই ঘটনাস্থলে যায় পুলিশ। তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মহম্মদ মনিরুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, সন্ত্রাসীদের গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। কেন ও কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান শুরু হয়েছে।

Advertisement