• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

ট্রাম্পের সঙ্গে নৈশভোজের টিকিটের দাম ৮.৬৫ কোটি টাকা

সোমবার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ৪৭-তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি।

ফাইল ছবি

সোমবার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ৪৭-তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। শনিবারই ভার্জিনিয়ার ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাবে একটি স্বাগত অনুষ্ঠান ও আতসবাজি পোড়ানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়েছে। অতিরিক্ত ঠান্ডা এবং শৈত্যপ্রবাহের কারণে এবার ক্যাপিটল ভবনের ভিতরেই শপথগ্রহণ অনুষ্ঠান হবে। ট্রাম্পের শপথগ্রহণের পরে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে। এই নৈশভোজে যোগ দিতে বিশেষ টিকিটেরও ব্যবস্থা করা হয়েছে। টিকিটের সর্বোচ্চ দাম ১০ লক্ষ ডলার বা ১ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৮ কোটি ৬৫ লক্ষ টাকা)।

এক্ষেত্রে বলে রাখা ভালো, ৮ কোটি ৬৫ লক্ষ টাকার টিকিট কিনলে নির্বাচিত ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ডিনারের জন্য দুটি টিকিট এবং ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত ‘ক্যান্ডেললাইট ডিনার’-এর জন্য ৬টি টিকিট পাওয়া যাবে। ট্রাম্পের পাশাপাশি সোমবার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নেবেন জেডি ভান্স। দু’জনের সঙ্গে নৈশভোজ করার সুযোগ মিলবে। ১০ লক্ষ ডলার ছাড়াও আরও বেশ কয়েকটি টিকিট রয়েছে। সেগুলি হল – ৫ লক্ষ ডলার (৪.৩২ কোটি টাকা), আড়াই লক্ষ ডলার (২.১৬ কোটি টাকা), এক লক্ষ ডলার (৮৬.৫৭ লক্ষ টাকা) এবং ৫০ হাজার ডলারের (৪৩.২৮ লক্ষ টাকা) টিকিট।

Advertisement

অর্থ সংগ্রহের জন্যই এই নৈশভোজের আয়োজন করা হচ্ছে। সেই কারণেই টিকিটের দাম এত বেশি। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য ন্যূনতম দু’টি টিকিট কিনতে হবে। টিকিট বিক্রি করে যে টাকা উঠবে তা নির্দিষ্ট একটি তহবিলে জমা হবে। ট্রাম্পের শপথগ্রহণে যোগ দেওয়ার জন্য অন্তত ২ লক্ষ ২০ হাজার টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে ৭০০ জন ভিতরে বসে অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন। বাকিরা অন্য জায়গায় জায়ান্ট স্ক্রিনে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখবেন। বিশ্বের অন্যতম ধনকুবের, এশিয়ার ধনীতম ব্যবসায়ী রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।

Advertisement

Advertisement