• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

লটারির টিকিট কেটে কোটিপতি মালদহের পরিযায়ী শ্রমিক

লটারির টিকিট কেটে কোটিপতি মালদহের পরিযায়ী শ্রমিক। ১৫০ টাকা খরচ করে তিনি টিকিট কেটেছিলেন। এরপরই এক কোটি টাকা জিতে যান।

লটারির টিকিট কেটে কোটিপতি মালদহের পরিযায়ী শ্রমিক। ১৫০ টাকা খরচ করে তিনি টিকিট কেটেছিলেন। এরপরই এক কোটি টাকা জিতে যান।

ওই পরিযায়ী শ্রমিকের নাম মুন্না আলি (৩০)। তিনি হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকার বাসিন্দা। ১৪ বছর ধরে তিনি দিল্লিতে প্লাস্টিকের কাজ করেন। বৃহস্পতিবার বিকেলে তিনি ভবানীপুর ব্রিজ মোড়ের একটি লটারির দোকান থেকে ১৫০ টাকা দিয়ে একটি টিকিট কাটেন। সন্ধ্যায় সেই টিকিটের নম্বর মিলিয়ে জানতে পারেন, তিনি এক কোটি টাকা জিতেছেন। এরপরই নিরাপত্তার জন্য হরিশ্চন্দ্রপুর থানায় ফোন করেন মুন্না। ঘটনাস্থলে পৌঁছে মুন্নাকে থানায় নিয়ে যান পুলিশ কর্মীরা।

Advertisement

মুন্নার বাড়িতে বয়স্ক বাবা, স্ত্রী ও পুত্র রয়েছে। পরিবারে একমাত্র তিনিই রোজগার করেন। মাঝেমধ্যেই লটারির টিকিট কাটতেন তিনি। এদিনও সেভাবেই টিকিট কেটেছিলেন। সেই টিকিটের কারণেই তিনি রাতারাতি কোটিপতি হয়ে গেলেন। টিকিট কেটে এত টাকা জিতে যাবেন বলে আশা করেননি মুন্না। এই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি তৈরি করার ইচ্ছা আছে তাঁর। পাশাপাশি কিছু জমিও কিনবেন বলে জানান। এছাড়াও ছেলের পড়াশোনার জন্য টাকা জমিয়ে রাখবেন।

Advertisement

Advertisement