অর্জুন সিংয়ের নেতৃত্বে ঝাড়খন্ড, বিহার থেকে গুণ্ডা নিয়ে আসা হয়েছিল। যার ফলে মানুষ ভয় পেয়েছিল। যখন এই সন্ত্রাস বন্ধ হয়েছে, বাংলার মানুষ তার প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার ভাটপাড়া পুরসভায় আস্থা ভােটে তৃণমূলের জয়ের পর এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই প্রতিক্রিয়া দেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
তিনি বলেন, লােকসভা নির্বাচনের সময় গুণ্ডাবাহিনী দিয়ে মানুষকে ভয় দেখানাে হয়েছিল। তাই মানুষ তখন সেভাবে কোনও উত্তর দিতে পারেনি। তাই সুযােগ পেয়েই অত্যাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। ভাটপাড়া পুরসভা যেভাবে তারা দখল করেছিল তা সঠিক নয়।
Advertisement
এদিন বিজেপি’র আস্থা ভােটে হেরে যাওয়াই তার প্রমাণ। রেলভাড়া বৃদ্ধি প্রসঙ্গে প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রেলভাড়া বৃদ্ধি হয়নি। অন্যভাবে রেলের আয়বৃদ্ধি করার ব্যবস্থা করেছিলেন। জনবিরােধী মােদি সরকার সাধারণ মানুষের কথা ভাবে না, তাই তারা এসব করছে। বিজেপি যে জনবিরােধী কাজ করছে তার জবাব মানুষ সঠিক সময়ে দেবে বলে জানান তিনি।
Advertisement
Advertisement



