• facebook
  • twitter
Thursday, 18 December, 2025

মূল আকর্ষণ লেডিজ ডার্বি

তিন বছরের ৮টি বাচ্চা মেয়ে ঘোড়া এতে অংশগ্রহণ করছে। আমারমতে রেসটি ওপেন। যে কেউ জিততে পারে। তবে লড়াই হওয়া উচিত ট্রাকিলা এবং রাইজ অ্যান্ড রিজিনের মধ্যে। আর একটি বিশেষ বাজি অর্থাৎ প্রেস্টিজিয়াস বাজি দ্য আর্মি কাপ।

প্রতীকী চিত্র

বৃহস্পতিবার কলকাতার শীতকালীন ঘোড়দৌড়ে মাত্র ৬টি বাজি। প্রায় ১৭ লক্ষ টাকার লেডিজ ডার্বিটাকেই প্রধান বাজি হিসাবে ধরা যেতে পারে। তিন বছরের ৮টি বাচ্চা মেয়ে ঘোড়া এতে অংশগ্রহণ করছে। আমারমতে রেসটি ওপেন। যে কেউ জিততে পারে। তবে লড়াই হওয়া উচিত ট্রাকিলা এবং রাইজ অ্যান্ড রিজিনের মধ্যে। আর একটি বিশেষ বাজি অর্থাৎ প্রেস্টিজিয়াস বাজি দ্য আর্মি কাপ। প্রথম শ্রেণির মাত্র ৬টি ঘোড়া ছুটছে। ‘অ্যাগনোস্টিক’ ঘোড়াটি সারা ভারতবর্ষের অনেক বড় বড় বাজিতে অংশগ্রহণ করেছে। ওকে হারানো মুশকিল। চ্যাম্পিয়ন জকি ট্রেভোর ঘোড়াটির সওয়াল হয়েছে। ওকে একমাত্র বিপদে ফেলতে পারে ট্রেনার প্যাট্রিক কুইনের তিনটি ঘোড়ার মধ্যে যে কোনও একটি।

মতামত
প্রথম বাজি— দুপুর ১.৩০ মি., মেড ইন হেভেন ১, স্টিচ্ ইন টাইম ২, ম্যাগনাইট ৩
দ্বিতীয় বাজি— ২.০০টা, স্যাম্পেন সুপারনোভা ১, জাজারা ২, ফেলিক্স ৩
তৃতীয় বাজি— ২.৩০ মি., ডিভাইস থটস ১, অস্ট্রেলিয়া ২, ডা. ডুম ৩
চতুর্থ বাজি— ৩.০০টা, অ্যানোস্টিক ১, ব্ল্যাকস্টোন ২, কিংস রিট্রেট ৩
পঞ্চম বাজি— ৩.৩০ মি., ট্রাকিলা ১, রাইজ অ্যান্ড রিজিন ২, মেন স্ট্রিট ৩
ষষ্ঠ বাজি— ৪.০০টা, গুড ডিড্স ১, মালাখি ২, ওনলি ড্রিমস ৩।
দিনের সেরা— গুড ডিড্স

Advertisement

Advertisement

Advertisement