• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

দিল্লিতে সন্দেহভাজন বাংলাদেশির বিরুদ্ধে কড়া ব্যবস্থা, শনাক্ত ১৭৫

বিধানসভা নির্বাচনের আগে লেফটেন্যান্ট গভর্নর দিল্লি পুলিশকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।

বিধানসভা নির্বাচনের আগে লেফটেন্যান্ট গভর্নর দিল্লি পুলিশকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। এই অভিযানে দিল্লিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের চিহ্নিত করা হচ্ছে। সম্প্রতি দিল্লির বাইরের এলাকায় তদন্ত করে পুলিশ। অনুপ্রবেশকারীদের নথিপত্র তদন্ত করার জন্য এই অভিযানটি যৌথভাবে পরিচালিত হয়েছিল, যাতে দিল্লি পুলিশের কয়েকটি ইউনিট যুক্ত ছিল।

আগামী বছরের ফেব্রুয়ারিতে রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। একই সঙ্গে নিরাপত্তার কথা বিবেচনা করে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা দিল্লি পুলিশকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। দিল্লি পুলিশ ১৭৫ সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে চিহ্নিত করেছে, যারা কোনও আইনি নথি ছাড়াই বসবাস করছিল। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে। এছাড়া তাদের নথিগুলোও যাচাই করে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

আউটার দিল্লি এলাকার প্রতিটি বাড়িতে তদন্ত করে ১৭৫ জন সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে শনাক্ত করেছে পুলিশ। এই এলাকায় আরও বাংলাদেশি অনুপ্রবেশকারী লুকিয়ে আছে বলে পুলিশের সন্দেহ। পুলিশের বিশেষ দল তদন্ত করে দেখছে। অনুপ্রবেশকারীদের বিষয়ে তদন্তের জন্য বেশ কয়েকটি দল গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছে জেলা ফরেন সেল এবং পুলিশের কয়েকটি বিশেষ ইউনিট। দিল্লি পুলিশ স্থানীয় পুলিশের কাছ থেকে সন্দেহভাজনদের আদি বাসস্থান সম্পর্কে তথ্য নিচ্ছে।

Advertisement

এর আগে দিল্লির কালিন্দি কুঞ্জ ও সীমাপুরীতেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল দিল্লি পুলিশ। সেই সময় সীমাপুরীতে ৩২ জন সন্দেহভাজন ব্যক্তির হদিশ মেলে। তাঁদের নথি তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই অভিযানে পুলিশ সমগ্র দিল্লির সেই সব এলাকা খতিয়ে দেখছে, যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বসবাসের সম্ভাবনা রয়েছে।

Advertisement