• facebook
  • twitter
Saturday, 13 December, 2025

জাতীয় সড়ক থেকে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা, ধৃত এক

ধূলাগড় টোল প্লাজায় তল্লাশি চালাতেই দুটি গাড়ি মিলিয়ে উদ্ধার করা হয় ৪টি বস্তা, যা খুলতেই বেরিয়ে আসে ৯৭.৬৫ কেজি গাঁজা।

প্রতীকী চিত্র।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ধূলাগড় টোল প্লাজা থেকে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করল নারকোটিক বিভাগ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বিনোদকুমার চৌহান (৪৬) নামে শ্রীরামপুরের বাসিন্দা এক ব্যক্তিকে।

সূত্রের খবর, হাইওয়ে দিয়ে গাঁজা পাচারের চেষ্টা করছে কিছু দুষ্কৃতী, বিশ্বস্ত সূত্রে এমনটাই খবর পেয়েছিলেন নারকোটিক বিভাগ এবং হাওড়ার সাঁকরাইল থানার আধিকারিকরা। সেই মতো ধূলাগড় টোল প্লাজায় তল্লাশি চালাতেই দুটি গাড়ি মিলিয়ে উদ্ধার করা হয় ৪টি বস্তা, যা খুলতেই বেরিয়ে আসে ৯৭.৬৫ কেজি গাঁজা। উদ্ধৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলেই দাবি পুলিশের। সূত্রের খবর, তল্লাশি চালানোর সময় দুটি গাড়ির গতিবিধি দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীদের। গাড়ি থামিয়ে তল্লাশি করতেই বেরিয়ে আসে এই বিপুল পরিমাণ নেশাদ্রব্য।

Advertisement

ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় শ্রীরামপুরের বাসিন্দা বিনোদকুমারকে। যদিও অপর গাড়ির চালক পালিয়ে যায় বলেই জানা গিয়েছে। তদন্তে জানা গিয়েছে, ওড়িশার ভদ্রক থেকে নিয়ে আসা হয়েছিল উদ্ধার হওয়া গাঁজা, যা হাওড়া এবং হুগলির বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার কথা ছিল ধৃতের।

Advertisement

Advertisement