আমেরিকায় নবনির্বাচিত ট্রাম্প সরকারে গুরুত্বপূর্ণ পদে বসতে চলেছেন এক ভারতীয় বংশোদ্ভূত মহিলা। তাঁর নাম হরমিত ধিলন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির তিনি একজন সক্রিয় কর্মী। তাঁকে নাগরিক অধিকার বিষয়ক সহকারি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করেছেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘বিচার বিভাগে তাঁর নতুন ভূমিকায় হরমিত আমাদের সাংবিধানিক অধিকারের অক্লান্ত রক্ষক হবেন। তিনি আমাদের নাগরিক অধিকার ও নির্বাচনী আইনকে ন্যায্য ও যথাযথভাবে প্রয়োগ করবেন।’
Advertisement
তিনি বলেন, ‘হরমিত তাঁর কর্মজীবন জুড়ে আমাদের লালিত নাগরিক স্বাধীনতা রক্ষার জন্য ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন।’ ট্রাম্প বলেন, হরমিত ধিলন শিখ ধর্মীয় সম্প্রদায়ের একজন সম্মানিত সদস্য। তিনি আরও বলেন, ‘হরমিত দেশের শীর্ষস্থানীয় নির্বাচনী আইনজীবীদের মধ্যে একজন, যিনি সামগ্রিক নির্বাচন পর্বে যাতে বৈধভাবে ভোট গণনা করা হয়, তা নিশ্চিত করার জন্য লড়াই করেছেন।’
Advertisement
যদি তাঁর নিয়োগ সিনেট দ্বারা অনুমোদিত হয়, তবে তিনি বনিতা গুপ্তের পরে শীর্ষ নাগরিক অধিকার সংক্রান্ত পদে অধিষ্ঠিত দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান হবেন। যিনি প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার প্রশাসনে এই পদে অধিষ্ঠিত ছিলেন এবং রাষ্ট্রপতি জো বিডেনের অধীনে দুই বছর ধরে সহযোগী অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করেছিলেন।
প্রসঙ্গত ধিলন গত বছর রিপাবলিকান ন্যাশনাল কমিটির সভাপতি হিসেবে লড়াই করেও ব্যর্থ হন। তিনি রিপাবলিকান জাতীয় কমিটির সদস্য ছিলেন এবং ২০১৬ ও ২০২৪ সালে রিপাবলিকান জাতীয় সম্মেলনে শিখদের ভোট প্রার্থনায় যোগ্য ভূমিকা পালন করেছিলেন। ২০২০ সালের নির্বাচনে, তিনি ট্রাম্পের প্রচারে আইনি উপদেষ্টা ছিলেন। তিনি উইমেন ফর ট্রাম্পের সহ-সভাপতিও ছিলেন। যে শাখাটি তার নির্বাচনের জন্য মহিলাদের সমর্থন জোগাড় করেছিল।
Advertisement



