ফের ইন্ডিয়া জোটের বৈঠক এড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। বুধবার ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে যোগ দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, এদিন দুপুর ১টায় নিজেদের সংসদীয় দলের পৃথক বৈঠক ডেকেছিল তৃণমূল কংগ্রেস। বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। প্রথম দিন থেকেই আদানি, মণিপুরে হিংসা সহ একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। অধিবেশনের আগেই কেন্দ্রকে আক্রমণ করার জন্য রণনীতি সাজাতে বৈঠকের ডাক দিয়েছিল ইন্ডিয়া জোট। কিন্তু সেই বৈঠকে গরহাজির ছিল তৃণমূল কংগ্রেস। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল।
সংসদের দুই কক্ষে মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে বঞ্চনা-সহ পাঁচটি ইস্যুতে সরব হবে তৃণমূল। এ নিয়ে দলীয় ফ্লোর কো-অর্ডিনেশনের রণকৌশল চূড়ান্ত করতে আজ সংসদ ভবনে বৈঠকে বসেছিলেন তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা।
নজরে রাখার বিষয়, কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের বিরোধী শরিক দলগুলি যখন আদানি, মণিপুর-সহ অন্যান্য ইস্যুতে অধিবেশন মুলতবি করানোকেই মূল কৌশল হিসেবে ব্যবহার করছে, তখন সোমবার কালীঘাটের বৈঠকের পর তৃণমূল জানিয়েছে, সংসদে প্রশ্নোত্তরপর্ব চায় তাঁরা।
Advertisement
Advertisement



