• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অসুস্থ বিমান বসু, ভর্তি কলকাতার হাসপাতালে

আচমকা অসুস্থ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। কী কারণে জ্বর হল, তা খতিয়ে দেখছেন চিকিৎসকেরা।

আচমকা অসুস্থ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। কী কারণে তাঁর জ্বর হল, তা খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। মঙ্গলবার কিছু শারীরিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে বিমান বসুর। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে, ঠিক কোন পদ্ধতিতে তাঁর চিকিৎসা প্রক্রিয়া এগোবে। মহম্মদ সেলিম সহ অন্যান্য বাম নেতারা হাসপাতালে গিয়ে বিমান বসুকে দেখে আসেন।

সিপিএমের কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য বিমানকে সোমবার রাতে মুজফফর আহমেদ ভবন থেকেই বিমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন বিমান। শরীর খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রবীণ সিপিএম নেতা চেয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় দফতরেই তাঁর চিকিৎসা হোক। পরে অবশ্য হাসপাতালে যেতে রাজি হন তিনি।

Advertisement

বুদ্ধদেব ভট্টাচার্য এবং সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর থেকেই মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েন বিমান বসু। সেই থেকে শরীরটাও খুব একটা ভালো নেই তাঁর। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, ৩ দিন ধরে জ্বর ছিল। জ্বর না কমায় বিমানদাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ডাক্তাররা দেখে সিদ্ধান্ত নেবেন কীভাবে চিকিৎসা এগোবে।

Advertisement

Advertisement