• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় পাকিস্তানের

টসে জিতে পাকিস্তানের অধিনায়ক সিজওয়ান ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। অস্ট্রেলিয়ার হয়ে সন অ্যাবোট সবচেয়ে বেশি রান করেন। তাঁর ব্যাট আসে ৩০ রান। অস্ট্রেলিয়া ৮৮ রানে ৬ উইকেট হারায়। পাকিস্তানের শাহিন ৩২ রানে ৩ উইকেট পান।

সিরিজ জয়ের পর পাকিস্তান।

ধারাবাহিক ব্যর্থতায় পাকিস্তান ক্রিকেট দল প্রায় কোনঠাসা হয়ে পড়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ২২ বছর বাদে অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের সিরিজ জিতে নিল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে রবিবার শেষ ম্যাচে মহম্মদ রিজওয়ানের দল ৮ উইকেটে জয়লাভ করল। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৩১.৫ ওভারে ১৪০ রান করে সবাই প্যাভেলিয়নে ফেরত যান। তার জবাবে পাকিস্তান ২৬.৫ ওভারে ২ উইকেট ১৪৩ রান তুলে জয়ের হাসি হাসে। সব মিলিয়ে ১০০ ওভারের ম্যাচ শেষ হয়ে যায় ৫৮.৪ ওভারে।

তবে অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হার স্বীকার করতে হয়েছিল। তারপরে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে পাকিস্তান জয়লাভ করে। অবশ্য ৩ দিনের ম্যাচে অস্ট্রেলিয়া তাদের সেরা একাদশকে নামায়নি। জশ ইংলিসের নেতৃত্বে তরুণ ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে খেলেছেন। আসলে বর্ডারও গাভাসকার ট্রফিতে অংশ নেওয়ার আগে প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথরা বিশ্রাম নিয়েছেন। টানা ব্যর্থতার পরে পাকিস্তান দলের এই সাফল্য ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজকেই বাছাই করে নিয়েছিলেন শাহিন আফ্রিদি, বাবর আজম সহ অন্যরা। আসলে টেস্ট দলের কোচ জেসন গিলেসপি খেলোয়ালদের ফিটনেস নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। শাহিন এবারে নিজেকে প্রমাণ করে ছিলেন-তিনি হারিয়ে যাননি।

Advertisement

টসে জিতে পাকিস্তানের অধিনায়ক সিজওয়ান ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। অস্ট্রেলিয়ার হয়ে সন অ্যাবোট সবচেয়ে বেশি রান করেন। তাঁর ব্যাট আসে ৩০ রান। অস্ট্রেলিয়া ৮৮ রানে ৬ উইকেট হারায়। পাকিস্তানের শাহিন ৩২ রানে ৩ উইকেট পান। নাসিমও তিনটি উইকেট পেয়েছেন ৫৪ রানের বিনিময়ে। পাকিস্তানের দুই ওপেনার সাইম আয়ুব ৪২ এবং আবদুল্লা শফিক ৩৭ রানে অপরাজিত থাকেন। তবে বাবর ৩০ বল খেলে ২ রানে নটআউট থাকেন। আসলে রিওয়ানকে খেলতে সহযোগিতা করেন।

Advertisement

Advertisement