• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

‘মহারাষ্ট্রকে এটিএম বানাতে দেব না’ – এমভিএ-র বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রীর 

মুখে একতার কথা বললেও বিরোধী দলগুলিকে লাগাতার নিশানা করে তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  মহা বিকাশ আগাড়ির বিরুদ্ধে শনিবার তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এদিন বলেন, 'বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি মহারাষ্ট্রকে মহাঘোটালেবাজদের জন্য এটিএম হতে দেব না।' তাঁর  দাবি, গোটা দেশ জানে যে মহা বিকাশ আগাড়ি দুর্নীতির জন্য পরিচিত। মহারাষ্ট্রের আকোলায় মহায়ুতির প্রার্থীদের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি  কংগ্রেস, শিবসেনা-ইউবিটি ও এনসিপি-এসপি নিয়ে গঠিত  এমভিএ-র বিরুদ্ধে আক্রমণ শানান।

Advertisement

Advertisement