• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রিন্স আনোয়ার শাহ রোডের অগ্নিকাণ্ডে জখম যুবকের মৃত্যু

মৃত ওই যুবক পেশায় একজন ফুল ডেলিভারি বয়। মাত্র ২২ বছরের এই যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।

প্রতীকী চিত্র

অবশেষে কালীপুজোর দিনেই থেমে গেল জীবনের লড়াই। প্রিন্স আনোয়ার শাহ রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় জখম যুবকের মর্মান্তিক মৃত্যু হল। আজ সকাল সাড়ে ছ’টা নাগাদ রানা নস্কর নামের ওই জখম যুবক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ আগুন লাগার পর তিনি গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন টালিগঞ্জ এম আর বাঙুর হাসপাতালে৷

জানা গিয়েছে, মৃত ওই যুবক পেশায় একজন ফুল ডেলিভারি বয়। মাত্র ২২ বছরের এই যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।

Advertisement

উল্লেখ্য, গত সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লেকগার্ডেন্স সুপার মার্কেটের কাছের একটি বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। ততক্ষণে আগুনে অনেকটাই ঝলসে যান রানা নস্কর। তাঁকে চিকিৎসার জন্য টালিগঞ্জ এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু শেষ রক্ষা হল না। তিনদিনের লড়াইয়ের পর কালীপুজোর দিনেই থেমে গেল জীবনদীপ।

Advertisement

Advertisement