রবিবার ছুটির দিনে দমদম জংশনে ঘটে গেল একটি মর্মান্তিক দুর্ঘটনা। বিকাল চারটে নাগাদ ডাউন হাবড়া-শিয়ালদহ লোকালে উঠতে গিয়ে কাটা পড়ল এক ব্যক্তির পা। ট্রেনটি দমদম জংশনের ৪ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ার মুহূর্তে ঘটে এই দুর্ঘটনা। বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন চালক। এরপর তাঁকে উদ্ধারে ছুটে আসেন জি আর পি ও রেল কর্মীরা। প্রায় ২০ মিনিট পর তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। আহত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৬০ বছর। তাঁর নাম ও অন্যান্য পরিচয় এখনও জানা যায়নি।
উল্লেখ্য, ঘটনার এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, ডাউন শিয়ালদহ-হাবড়া লোকালটি চারটের কিছু আগে দমদম জংশনে এসে দাঁড়ায়। সেখানে যাত্রীরা নেমে গেলে ট্রেন স্লো মোশনে শিয়ালদহের দিকে রওনা হতেই ওই বৃদ্ধ দৌড়ে ট্রেনটি ধরার চেষ্টা করেন। প্রথমে ট্রেনের গেটের কাছে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তি ওই বৃদ্ধকে ঝুঁকি নিয়ে ট্রেনে উঠতে নিষেধ করেন। কিন্তু তিনি সেই উপদেশ না শুনে দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করতে থাকেন। না পেরে গেটের কাছে দাঁড়িয়ে থাকা যাত্রীরা প্রথমে তাঁর লাগেজটি ভিতরে ঢুকিয়ে নেন। এরপর তিনি দৌড়ে উঠতে গিয়ে পা সরে ট্রেন ও প্লাটফর্মের মধ্যবর্তী স্থানে পড়ে যান। সেসময় তাঁর বাম পা ট্রেনের চাকায় পড়ে কেটে দেহ থেকে আলাদা হয়ে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। চালক বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে ট্রেনটি দমদমের ৪ নম্বর প্লাটফর্ম ছাড়ার আগেই থামিয়ে দেন।
Advertisement
তবে ট্রেন থেমে গেলেও ওই ব্যক্তিকে ট্রেনের তলা থেকে বের করে আনা নিয়ে সমস্যা বাধে। ট্রেন থামার সঙ্গে সঙ্গে যাত্রীরাও দ্রুত নেমে পড়েন। উদ্বিগ্ন হয়ে তাঁরা ঘটনাস্থলে ভিড় করেন। দুর্ঘটনাগ্রস্ত ওই ব্যক্তি ঘটনার পর ট্রেনের তলায় যন্ত্রনায় ছটফট করতে থাকেন।
Advertisement
এদিকে ঘটনার পরপরই চার নম্বর প্লাটফর্মের সংলগ্ন লাইন দিয়ে একটি মালগাড়ি চলে আসে। ফলে ট্রেনের তলা দিয়ে গিয়ে অপর প্রান্ত থেকে উদ্ধার করে আনাও অসম্ভব হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আহত ব্যক্তিও রেল লাইনের ওপর অচৈতন্য ও নিথর হয়ে পড়েন। ততক্ষণে মালগাড়িটিও চলে যায়। এরপর ট্রেনটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তিকে একটি স্ট্রেচারে তুলে নিয়ে যান বেশ কয়েকজন রেল কর্মী।
Advertisement



