পুরুলিয়ায় শুরু বৃষ্টি দক্ষিণবঙ্গে হল দুর্যোগ

Written by SNS May 7, 2024 2:06 pm

নিজস্ব প্রতিনিধি— বহু দিনের চাঁদিফাঁটা গরমের দাপট রুখে দিল জোলো বাতাস৷ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস৷ রাত থেকে জেলা এমনকি কলকাতার আবহাওয়ার বদল ঘটেছে৷ তাপমাত্রা অনেকাংশে কমেছে৷সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা এই কয়েক দিনের তাপপ্রবাহ থেকে অনেকটাই কম৷ জেলায় দমকা বাতাস বইছে৷ মাঝে মাঝে আকাশ মেঘলা করে আসছে৷

শনিবার প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস৷ সোমবার থেকে বঙ্গে ৪৮ ঘন্টার ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷ ইতিমধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পুরুলিয়া, নদিয়া-সহ একাধিক জেলায়৷ এমনকি পুরুলিয়ায় শিলাবৃষ্টি পর্যন্ত হচ্ছে৷ বজ্রবিদু্যৎ-সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত৷ ঝাড়খন্ডে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে৷ এই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে৷ এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়৷ সোমবার থেকে কালবৈশাখীর সতর্কতা ছিল বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণায়৷ বজ্রবিদু্যৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বা তার বেশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে৷ ভারী বৃষ্টির সতর্কতা আছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া ও মুর্শিদাবাদে৷ মঙ্গলবার ১১ টি জেলায় কালবৈশাখীর সতর্কতা আছে৷ এই ১১ টি জেলা হল কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা৷ বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার বা তার বেশি হতে পারে৷

হাওয়া অফিস জানিয়েছে, উত্তাল হতে পারে নদী ও সমুদ্র৷ সুন্দরবন এলাকায় দুর্যোগের মাত্রা বেশে হতে পারে৷ এই পরিস্থিতি মোকাবিলায় সুন্দর বন জেলার পুলিশ নামখানা-সহ একাধিক থানার পুলিশের পক্ষ থেকে মাইকে করে সতর্কতা বার্তা শুরু হয়েছে৷ সকল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে৷ এমনকি সুন্দরবনে টর্নেডো-র সতর্কতা দেওয়া হয়েছে৷ সবশেষে আপাতত তপ্ত গরম থেকে কিছুদিনের জন্য রেহাই পাবে বঙ্গবাসী৷