কলকাতায় বৃষ্টি শনিবার পর্যন্ত, আগামী সপ্তাহে ভাসবে উত্তরবঙ্গ

মঙ্গলবার দুপুর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে। দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়া প্রভৃতি জেলায়।

Written by SNS Alipur | August 11, 2021 11:26 am

প্রতীকী ছবি (Photo: IANS)

মঙ্গলবার দুপুর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে। দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়া প্রভৃতি জেলায়। চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে আগামী সপ্তাহে বেশিরভাগ জায়গায় বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টি হলেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, এখনও রাজ্যে মৌসুমি বায়ুর প্রভাবে রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত মৌসুমি অক্ষরেখা। এই জোড়া প্রভাবে এখনও বৃষ্টি চলছে।

আলিপুর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান বৃষ্টির সম্ভানা রয়েছে। শনিবার শুধুমাত্র উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। ইতিমধ্যেই অনেক জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনেক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে।